বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম (STARTUP COMPASS) অনুষ্ঠিত হয়েছে। সরকারের আইসিটি বিভাগ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
আইসিটি ডিভিশনের আইডিইএ প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মো. আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও নেটওয়ার্কিং এন্ড আইটি অফিসের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের উপ-পরিচালক (উপ-সচিব) ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. ইরফান, সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর আহমেদ সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম