জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ পালন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক আলোচনা অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দীন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ