জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে ডক্টর লব ল’জ (অনারিস কজা) (মরণোত্তর) ডিগ্রি প্রদানের লক্ষ্যে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশেষ সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ এ সমাবর্তন উপলক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে, সমাবতর্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ এবং অতিথিবৃন্দসহ প্রায় ১৮ হাজার গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এদের মধ্যে শিক্ষার্থী সংখ্যা ১২ হাজার ৪৯৬ জন, শিক্ষক প্রায় ৭৫০ জন, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এক হাজার জন, অ্যালামনাই ৫০০ জন, বিদেশী শিক্ষক-শিক্ষার্থী প্রায় ১৫০ জন এবং অতিথি প্রায় তিন হাজার জন। অতিথিদের মধ্যে থাকবেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দ, মন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ ও রাষ্ট্রদূতগণ। সমাবর্তনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সকাল ১০টার মধ্যে বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ এবং অতিথিবৃন্দসহ সকলকে সমাবর্তনস্থলে প্রবেশ করতে হবে। সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সকাল ১০টায় সমাবর্তন শোভাযাত্রার আরম্ভস্থল কার্জন হল প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটবৃন্দ জিমনেসিয়াম সংলগ্ন গেইট দিয়ে এবং অ্যালামনাইগণ, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সুইমিং পুল সংলগ্ন গেইট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবন (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সায়েন্স এনেক্স ভবন) মাঠে ও মোকারকম ভবন চত্বরে (কেন্দ্রীয় খেলার মাঠের উত্তর পাশে), সোহরাওয়ার্দী উদ্যান ও হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
সমাবর্তনের দিন সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত শাহবাগ ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর, পলাশী থেকে দোয়েল চত্বর এবং নীলক্ষেত থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। সর্বসাধারণের চলাচলের জন্য ঐদিন বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল