জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রগ্রামার পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১ নভেম্বর গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রগ্রামার পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবনে বেলা ১১টায় এই পরীক্ষা গ্রহণ করা হবে। যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য পরীক্ষার্থীদের আহ্বান করা হয়েছে। লিংক থেকে প্রবেশ প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত