বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের প্রথম ডিজাইন ও সাংস্কৃতিক বিশেষায়িত সৃজনশীল বিশ্ববিদ্যালয় ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির তৃতীয় সমাবর্তন।
সোমবার বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ৬ হাজার জনেরও বেশি গ্রাজুয়েটের মধ্যে সনদ বিতরণ করা হয়।
চ্যান্সেলরের পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।
এতে সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য প্রফেসর শীনা এম. ফ্যালকোনার।
উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম এতে স্বাগত বক্তব্য দেন।
এই বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা ও বিশেষায়িত হয়ে ওঠার পেছনে প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত ও নিজের যৌথ উদ্যোগের কথা স্বরণ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক।
এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর সনদ প্রদানের পাশাপাশি ৫ ক্যাটাগরিতে স্বর্ণপদকসহ সর্বমোট ৩১টি সম্মানসূচক পদক প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত