বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণী কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার এই নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালনকালে তাকে (রুটিন উপাচার্য) বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণী কার্যক্রম পরিচালনার স্বার্থে সিন্ডিকেট সভা, ফিন্যান্স কমিটি, একাডেমিক কাউন্সিল, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং ভর্তি ও পুনর্ভর্তি সংক্রান্ত কার্যক্রম করার জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।
বিডি প্রতিদিন/এমআই