আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষা ব্যবস্থা অটোমেশনের লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানকে সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজাকে সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন উপ-উপাচার্য (শিক্ষা) ও পরিচালক, আইসিটি সেল (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সিএসই বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মো. মুশফিক আনোয়ার, আইআইটি'র অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, অধ্যাপক ড. শামীম আল মামুন এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. রাফাসন জানি।
এ কমিটিকে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে একটি বাস্তবমুখী, টেকসই ও গতিশীল কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, গত ২০ জানুয়ারি বেলা ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অটোমেশনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হলো- অনলাইনে সকল পরীক্ষার ফরম পূরণসহ পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র, সাময়িক সনদ অনলাইনে প্রকাশ করতে হবে; সকল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডেটাবেজ তৈরি করে আলাদা আইডি করে প্রয়োজনীয় তথ্যের অ্যাক্সেস দিতে হবে; বই ও জার্নালের অনলাইন অ্যাক্সেস প্রদান এবং লাইব্রেরির যাবতীয় প্রশাসনিক কার্যক্রম অনলাইনভিত্তিক করতে হবে; বাস ও পরিবহনসংক্রান্ত সব দরকারি তথ্য অনলাইনে সহজলভ্য করতে হবে এবং অটোমেটেড বাস ট্রাকিং সিস্টেম চালু করতে হবে।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী নাজমুল হাসান লিমন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অটোমেশনের দাবিতে আমরা গতকাল (সোমবার) সকাল ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছি। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এসে একটি কমিটি গঠনের কথা জানালে আমরা আন্দোলন তুলে নিই। প্রশাসন জানিয়েছে আগামী ৩ কার্যদিবসের মধ্যে দৃশ্যমান রোড়ম্যাপ ঘোষণা করবে। যদি তারা কথা না রাখেন তাহলে আমরা পুনরায় আন্দোলনে যাবো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ