বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলা নববর্ষ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাইউস্টের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সালমা পারভিন সুমা।
উল্লেখ্য বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি কুমিল্লা সেনানিবাসের অস্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার ৭ম বছরে বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ক্যাম্পাসে আসে। মনোরম ক্যাম্পাসে বর্তমানে ৬টি বিভাগের অধীন ১০টি প্রোগ্রামে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
বিডি প্রতিদিন/আশিক