‘অ্যাসিসটেন্ট ম্যানেজার' পদে নিয়োগ দিবে অটোমোবাইল শিল্প নিটল-নিলয় গ্রুপ।
পদের সখ্যাঃ ০১ জন।
যোগ্যতাঃ
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ স্নাতক ডিগ্রি।
- কঠোর পরিশ্রম ও দায়িত্বশীল ব্যক্তিত্ব হতে হবে।
- ইংরেজি ও বাংলায় ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- চাপের মধ্যে কাজ করার ক্ষমতা।
- কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
- সেলস সার্ভিসে অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনকারীকে স্মার্ট, প্রো-অ্যাক্টিভ, স্ব-প্রণোদিত এবং কঠোর পরিশ্রমী হতে হবে।
অভিজ্ঞতাঃ ন্যুনতম ০৫ বছর।
কর্মস্থলঃ ঢাকা।
বেতনঃ আলোচনা সাপেক্ষে।
চাকুরীর ধরণঃ স্থায়ী।
আবেদনের শেষ তারিখঃ ০২ নভেম্বর, ২০১৭
আবেদনের প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা নিম্নোক্ত লিংকে প্রবেশ করে আরও বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন।
https://www.everjobs.com.bd/bn/employer/nitol-niloy-group/asst-manager-sales-30.html
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ