আইনি পরামর্শ ও সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কর্পোরেট ল’ ফার্ম শেখ সালাহউদ্দিন অ্যান্ড অ্যাসোসিয়েটস জুনিয়র আইনজীবী, ফ্রন্ট ডেস্ক / কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ও নিরাপত্তা প্রহরী/ অফিস পিওন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদ: জুনিয়র আইনজীবী
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: ল’ গ্রাজুয়েট/ মাস্টার্স (সনদ ধারীদের অগ্রাধিকার দেয়া হবে )
পদ: ফ্রন্ট ডেস্ক / কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ : ২( দুই ) জন ( মহিলা ) , শিক্ষাগত যোগ্যতা : ডিগ্রি পাস ( অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে )
পদ: নিরাপত্তা প্রহরী/ অফিস পিওন
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস।
আবেদনের নিয়ম: যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ ইমেইল করতে হবে [email protected] ঠিকানায় অথবা কুরিয়ারে পাঠাতে হবে 'শেখ সালাহউদ্দিন অ্যান্ড অ্যাসোসিয়েটস, খাঁন টাওয়ার (লেভেল-৫), ৫১ সোনারগাঁ জনপথ, সেক্টর-৭, উত্তরা, ঢাকা' ঠিকানায়। আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর ২০১৮ ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন