সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছে নেতাকর্মীরা। আজ বেলা ১টার দিকে মাধবপুরে গাড়িবহর নিয়ে পৌঁছান খালেদা জিয়া। সেখানে প্রথমে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
দুপুর ২টায় দিকে বেগম খালেদা জিয়া শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ, বিএনপি কেন্দ্রীয় নেত্রী সাবেক এমপি শাম্মী আক্তার শিপার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহাসড়কের দু’পাশের ব্যানার ফেস্টুন নিয়ে লাইনে দাড়িয়ে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে 'আমার নেত্রী আমার মা বন্দী হতে দিব না' শীর্ষক স্লোগান দেন।
এ সময় খালেদা জিয়াও গাড়ি থেকে হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের অভিবাদন জানান। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান নেতাকর্মীরা মিছিল নিয়ে নতুন ব্রিজ এলাকায় জড়ো হতে থাকেন। সকালে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় পথসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিয়ে মঞ্চসজ্জা ও মাইক খুলে নেয়।
পুলিশ জানায়, অনুমতি না নিয়ে মঞ্চ নির্মাণ করায় তা খুলে নেয়া হয়েছে।
এছাড়া সকাল থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়ার নেতৃত্বে শতাধিক পুলিশ নতুন ব্রিজ এলাকায় অবস্থান নেন। বাহুবলের মীরপুর, বাহুবল, নবীগঞ্জের আউশকান্দি গোল চত্বরে দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা