ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত এবং সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ করে দিতে হবে। তা না করে ৫ জানুয়ারির মতো যেনতেন নির্বাচন করতে চাইলে তা জনতা রুখে দাঁড়াবে।
বুধবার বিকেলে সিলেট নগরীর কোর্টপয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দেয়ারও দাবি জানান।
ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতী মো. ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, সিলেট বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন