সিলেটে আদালতপাড়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালন ও দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসানের উপর পাথরখেকো দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন সাংবাদিকরা।
বুধবার দুপুর ১২টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সিলেটের সকল সাংবাদিক সংগঠনের সদস্যরা।
এদিকে, কর্মসূচির শেষ দিন আগামী রবিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌন মিছিল করবেন সাংবাদিকরা। পরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হবে।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর সঞ্চালনায় শহীদ মিনারে কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক শ্যামানন্দ দাস প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন