সিলেট নগরীর সুবিদবাজার থেকে শিমুল দেব (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত শিমুল দেব সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুবিদবাজার এলাকার ফজল আহমদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোউছুল হোসেন জানান, সুবিদবাজার থেকে গত রাতে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। কেন বা কী কারণে খুন করা হয়েছে তা জানতে তদন্ত করা হচ্ছে।
কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আখতার জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতেও অভিযান চলছে।
শিমুল হত্যায় জড়িত সন্দেহে সুবিদবাজার এলাকার ফজল আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শিমুলের চাচাতো ভাই রজত দেব জানান, সুবিদবাজার এলাকার সুপারশপ তারাদিনের সামনে থেকে কয়েকজন অজ্ঞাতনামা যুবক শিমুলকে বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করে। শিমুল রাজনীতি করতো না। তার সাথে কারো ব্যক্তিগত বিরোধ নেই বলে আমি জানি। কে বা কারা কেন আমার ভাইকে খুন করলো তা বলতে পারছি না। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
স্থানীয় দিঘির পাড় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক একেএম মাসুম বলেন, রাত সাড়ে ১২টার দিকে নৈশপ্রহরী এসে জানায় দস্তিদার দিঘির ঘাটের মধ্যে হেলান দেওয়ানো অবস্থায় একটি মরদেহ ফেলে রাখা হয়েছে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর আফতাব আহমদ এবং বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশররফ হোসেনও ঘটনাস্থলে আসেন।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম