হবিগঞ্জের চুনারুঘাটে ভরত মুন্ডা (৬৫) নামে এক শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাই। নিহত ভরত মুন্ডা চুনারুঘাটের চানমারি এলাকার বাসিন্দা।
মঙ্গলবার রাত ৮টার দিকে চুনারুঘাটের রেমা চা বাগানে এ ঘটনা ঘটে।
চুনারুঘাট মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। ঘাতক রাতেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন