শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুল ওরফে শফিকুরকে পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বিকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। এরপর পুলিশ কড়া পাহারায় ফয়জুরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-কমিশনার আব্দুল ওয়াহাব।
প্রসঙ্গত, শনিবার বিকেলে জাফর ইকবালকে ছুরিকাঘাত করার পর পুলিশ ও শিক্ষার্থীরা ফয়জুর রহমানকে আটক করে। ওই সময় তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। এতে সে গুরুতর আহত হয়। এক পর্যায়ে শাবি ক্যাম্পাস থেকে কড়া নিরাপত্তায় ফয়জুরকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব