শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনার সময় নিরাপত্তায় থাকা সেই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানিয়েছেন, রবিবার দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তাদের প্রত্যাহার করা হয়। তবে ওই দুই পুলিশ সদস্যের নামও পদবী কী তা জানা যায়নি।
যে সভায় হামলা হয়েছিল তার একটি ছবিতে দুই পুলিশ সদস্যকে জাফর ইকবাল থেকে দূরে দাঁড়িয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হয়।
উল্লেখ্য, শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে শনিবার বিকালে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভাল চলাকালে জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবালের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
বিডিপ্রতিদিন/ ০৪ মার্চ, ২০১৮/ ই জাহান