শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টায় অভিযুক্ত ফয়জুর রহমান ওরফে ফয়জুলকে রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার কাছ থেকে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। একইসাথে পুলিশের হেফাজতে থাকা তার ভাই এনামুল হাসানকেও জিজ্ঞাসাবাদ চলছে।
গত বৃহস্পতিবার ফয়জুরকে দশ দিনের রিমাণ্ডে নেয় পুলিশ। ওইদিন থেকেই শুরু হয় তাকে জিজ্ঞাসাবাদ। সংশ্লিষ্টরা জানান, রিমাণ্ডে ফয়জুরের কাছ থেকে তার জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। ফয়জুর কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য কিনা, জাফর ইকবালের উপর হামলার পেছনে তার সাথে আর কারা ছিল, সিলেটে কোন জঙ্গির সাথে ফয়জুরের যোগাযোগ ছিল কিনা-এসব তথ্য জানতে চাইছেন জিজ্ঞাসাবাদকারীরা।
সিলেট নগরীর জালালাবাদ থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ফয়জুরকে জিজ্ঞাসাবাদ চলছে। তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানা গেছে। আরো তথ্য জানার চেষ্টা চলছে।
এদিকে, গত বৃহস্পতিবার ঢাকার গাজীপুর থেকে ফয়জুরের ভাই এনামুল হাসানকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ফয়জুরের মোবাইল, ট্যাব ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। জাফর ইকবালের উপর হামলার পর ফয়জুরের এসব ডিভাইস নিয়ে পালিয়ে যান এনামুল। সূত্র জানায়, উদ্ধারকৃত এসব ডিভাইস থেকে ফয়জুরের অনলাইন ভিত্তিক কার্যক্রমের তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছেন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের সদস্যরা। এনামুলকে আজ শনিবার সিলেটে আনা হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।
এদিকে জাফর ইকবালের উপর হামলার ঘটনার পর ফয়জুরের বাবা ও মাকে আটক করে পুলিশ। তাদেরকে মামলায় গ্রেফতার দেখানো হবে নাকি ছেড়ে দেয়া হবে, এ বিষয়েও আজ শনিবার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন