সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটিচাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক নেত্রকোনা জেলার মৌগাতি ইউনিয়নের আশু খাঁর ছেলে বাবুল খাঁ (২৬)।
শনিবার জাফলংয়ের লন্ডনীবাজার এলাকায় নিপেন্দ্র দাসের মালিকানাধীন গর্তে এ দুর্ঘটনা ঘটে। গর্তের মালিক নৃপেন্দ্রকে আটক করেছে থানা পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, জাফলং পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে অকস্মাৎ মাটিচাপা পড়ে বাবুল খাঁ নামের এক শ্রমিক নিহত ও আরেক শ্রমিক আহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গর্তের মালিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/ ১০ মার্চ, ২০১৮/ ই জাহান