সিলেটের বিশ্বনাথে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচি কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন কুমার দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল আহাদ, খাদ্য পরিদর্শক মিনার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ. দা.) শফিকুল ইসলাম ভূঁইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার ফজলুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আশিক আলী, ডিলার মহব্বত আলী, সিরাজ মিয়া, আবদুল হক, দুদু মিয়া,সায়েম আহমদ রায়হান, অমর খান, প্রেসকাব সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক নবীন সুহেল, কামাল মুন্না প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার