সিলেটে সহপাঠীদের হাতে আমিরুল ইসলাম রেদোয়ান (১৮) নামের এক শিক্ষার্থী ছুরিকাহত হয়েছে। সে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। রেদোয়ানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রেদোয়ান জানান, কলেজে তার সহপাঠী মিয়াদ পাঁচ মাস আগে ৫ হাজার টাকা ধার নেয়। গত সোমবার এ টাকা চাইতে গেলে মিয়াদের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ মঙ্গলবার মিয়াদ ও শাকিলসহ কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নগরীর কোতোয়ালী থানার ওসি মোশাররফ হোসেন জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার