সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভাস্থলে পৌঁছেছেন জোটের প্রধান সমন্বয়ক সভার প্রধান অতিথি ড. কামাল হোসেন এবং বিএনপি মহাসচিব ও সভার প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্ধারিত সময় অনুযায়ী ঠিক বেলা ২টায় শুরু হয় সভা। এরপর বেলা আড়াইটায় সভাস্থলে এসে পৌঁছান সমাবেশের প্রধান এই দুই আকর্ষন। এছাড়া বাকি অতিথিরাও মঞ্চে রয়েছে।
জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং পরিচালনা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। শুরুতেই স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম।
এর আগে, বেলা ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিলে সভাস্থলে আসতে শুরু করেন জোটের শরীক দলগুলোর নেতাকর্মীরা। সময় বাড়ার সাথে নেতাকর্মীদের উপস্থিতিতে ভড়ে যায় রেজিস্ট্রারি মাঠ।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৮/মাহবুব