বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর কোর্ট পয়েন্ট থেকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি জিন্দাবাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল, আব্দুল ওয়াহিদ সোহেল, জাকির হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন