সিলেটে পরিবেশ বিধ্বংসী ১৭টি মেশিনসহ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অভিযান চালিয়ে মেশিনগুলো ধ্বংস করা হয়।
পুড়িয়ে ধ্বংস করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১৭টি লিস্টার মেশিন, ১ হাজার ফুট পাইপ, ১২টি নৌকা ও মাটির নিচ থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিসপত্র। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় লোকজন জানান, ধলাই নদীর ব্রিজের পার্শ্ববর্তী কলাবাড়ি গ্রামের একটি প্রভাবশালী চক্র ধলাই নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। মাঝে মধ্যে অভিযান হলেও বন্ধ করা যায়নি অবৈধভাবে পাথর উত্তোলন। সর্বশেষ আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ