সড়কের স্পিডব্রেকারে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল সিলেট এমসি কলেজের এক ছাত্রের। এ সময় আহত হয়েছেন আরও তিন জন।
শুক্রবার রাত ১১টার দিকে টিলাগড়স্থ এমসি কলেজ ছাত্রীনিবাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র নয়ন দাস (২৭) নগরীর চামেলিবাগ এলাকার ইরেশ দাসের ছেলে ও এমসি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। এদিকে, সড়কে অপরিকল্পিতভাবে স্পিডব্রেকার নির্মাণের প্রতিবাদে শনিবার এমসি কলেজের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
গত শুক্রবার রাতে চার বন্ধুকে নিয়ে প্রাইভেট কারযোগে বালুচর থেকে টিলাগড় পয়েন্টের দিকে যাচ্ছিল নয়ন। এমসি কলেজ ছাত্রীনিবাসের সামনে আসার পর রাস্তার উপর অবৈধভাবে নির্মিত স্পিডব্রেকারে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় নয়ন। পরে গুরুতর আহতাবস্থায় তার বন্ধু মাহের, মেহরাব ও রুবেলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন