বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে সিলেট জেলা পরিষদ হলরুমে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে সিলেটস্থ দিরাই ছাত্র কল্যাণ পরিষদ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সুরঞ্জিত সেনগুপ্তের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। তাঁর ধ্যান, জ্ঞান ও সাধনায় ছিল দেশের মানুষের কল্যাণ। তিনি আজীবন শোষিত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন।
সংগঠনের আহ্বায়ক হাবিব তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তাপস সূত্রধরের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এড. রনজিত সরকার, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী জগলু, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম. রশিদ আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার