সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে রিভলবারসহ দুই যুবককে আটক করেছে র্যাব। আজ শনিবার আটক যুবকদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জের নতুন বালুচর গ্রামের কামাল উদ্দিনের ছেলে আমির হোসেন (২২) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ধরেরপাড় গ্রামের জিতেন্দ্র শর্মার ছেলে অপু শর্মা (২০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গতকাল শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাজার থেকে একটি বিদেশি রিভলবারসহ দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের বহনকারী মোটর সাইকেলও জব্দ করা হয়। আটককৃতরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ