খালেদা জিয়ার কারাবরণের দুই বছরপূর্তিতে তার মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কথিত দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারান্তরিণ রাখা হয়েছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলেও সরকার না দেখার ভান করে আছে। ক্ষমতাসীন দলের নেতা, এমপি ও মন্ত্রীরা দুর্নীতে নিমজ্জিত থাকলেও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি না দিলে দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে বিএনপি মাঠে নামবে। কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল