রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সিলেট-আখাউড়া রেললাইন লাইন ডুয়েল গেজ প্রকল্প পাশ হয়েছে। শিগগিরই এই প্রকল্পের কাজ শেষ হবে। বিগত সরকারগুলো দেশের রেল ব্যবস্থাকে ধ্বংস করেছে। তা না হলে দেশের রেলব্যবস্থা আরও উন্নত হতো। বর্তমান সরকার রেলের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে বলেই এ খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে।
রবিবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ের রোপওয়ে ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ রেলওয়ের পুরনো ও পরিত্যক্ত স্থাপনা এবং সম্পত্তিগুলো কিভাবে কাজে লাগানো যায় সরকার সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে। ভবিষ্যতে এসব সম্পত্তি সুরক্ষা ও রক্ষণাবেক্ষনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী।
রোপওয়ে পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ রেলওয়ের অনেক পুরনো রোপওয়ে হচ্ছে ভোলাগঞ্জের পাথর কোয়ারিতে অবস্থিত এ রোপওয়ে। এই রোপওয়ে দিয়ে ভোলাগঞ্জ থেকে ছাতক পাথর সরবরাহ করা হতো। এটি সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে মন্ত্রী রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সুনামগঞ্জ জেলার ছাতকে বাংলাদেশ রেলওয়ের একমাত্র স্লিপার কারখানা পরিদর্শন করেন। পরিদর্শকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন