সিগারেট থেকে সিলেট নগরীর এক আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেয়েছে ওই হোটেলসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নগরীর লালবাজারের লাভলী হোটেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে লাভলী হোটেল থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন তারা। আগুন দ্রুত হোটেলে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা না গেলে পুরো হোটেল ও আশপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হতে যেত। এতে কোটি টাকার উপরে ক্ষতি হতো।
বিডি প্রতিদিন/এ মজুমদার