সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুবাই প্রবাসী এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন।
ওই যুবকের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
বুধবার রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যান স্বজনরা। পরে সেখানে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।
তিনি দুবাই থেকে গত ২৯ ফেব্রুয়ারি দেশে এসেছেন।
বিডি প্রতিদিন/কালাম