জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ প্রথম দফায় ২০ দিনের কর্মসূচি ঘোষনা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামের হলরুমে সংবাদ সম্মেলন করে দলের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে জেলা স্টেডিয়ামের বহিরাঙ্গনে।
‘নব প্রজন্মের নব চেতনায় বঙ্গবন্ধু’ স্লোগানে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৭ মার্চ জেলা স্টেডিয়ামে রেসকোর্স ময়দানের আবহে গণজমায়েত ও ২টা ৪৫ মিনিটে মঞ্চ থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন সম্প্রচার। ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষনের প্রত্যক্ষদর্শী শ্রোতাদের স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান। প্রতিদিন সন্ধ্যায় শিশুদের দিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অংশ বিশেষ পাঠ করানো, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘নবপ্রজন্মের বঙ্গবন্ধু’ শীর্ষক চারটি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারের বিষয়ের মধ্যে থাকবে ‘সিলেটে বঙ্গবন্ধু’, ‘সিলেটে গণভোট ও বঙ্গবন্ধু’, ‘সিলেটের প্রবাসী ও বঙ্গবন্ধুর নেতৃত্ব’ ও ‘বঙ্গবন্ধুর সান্নিধ্যে সিলেটের নেতৃত্ব’।
এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, নগরী আলোকসজ্জা, আবৃত্তি, চিত্রাঙ্কন, ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন, প্রামাণ্য চিত্র প্রদর্শন, শতকন্ঠে বঙ্গবন্ধুর গান, নৃত্য, স্বাধীন বাংলা বেতার ও আবহমান বাংলার গান, ডিজিটাল বাংলাদেশ ভাবনা নিয়ে আইটি কুইজ, মুক্তিযুদ্ধের গল্পবলা, রচনা প্রতিযোগিতা, স্বাস্থ্যসেবা প্রদান, গোলটেবিল আলোচনা, স্মারকগ্রন্থ প্রকাশ ইত্যাদি।
এসব কর্মসূচি পালনে জেলা ও মহানগর আওয়ামী লীগকে সহযোগিতা করবে সিলেট চেম্বার অব কমার্স ও উইমেন্স চেম্বার অব কমার্স, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, সিলেট, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার