সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্রজপাতে ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাদারপাড় আনফরের ভাঙ্গা নামক স্থানে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর (নোয়াপাড়া) গ্রামের মৃত ইসরায়েল আলীর ছেলে ময়না মিয়া (২৬) ও কুনকিরি গ্রামের আব্দুল কাদিরের ছেলে নুর মিয়া (৫২)। আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনী প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের লোকজন নিয়ে গেছেন বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ