আগামী এপ্রিলে চালু হচ্ছে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট। এ লক্ষ্যে সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি সরাসরি ফ্লাইট চালু ও বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ।
তবে পরিদর্শন শেষে প্রতিনিধি দল কী সিদ্ধান্ত দিয়েছে সে ব্যাপারে কোন কিছু বলতে রাজি হননি হাফিজ আহমদ। বিষয়টি গোপনীয় ও অভ্যন্তরীণ বলে মন্তব্য করেন তিনি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন