দালালের মাধ্যমে গ্রিসে যাওয়ার পথে নিখোঁজ রয়েছেন সিলেটের এক যুবক। ছয় মাস ধরে তার কোন খোঁজ পাচ্ছে না পরিবার। দালালরা ইতোমধ্যে নানা অজুহাতে পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় সাড়ে ৮ লাখ টাকা। টাকা নেওয়ার পর দালালরা বলছে ওই যুবক ইরানের জেলে বন্দি রয়েছে। কিন্তু এর কোন প্রমাণ দিতে না পারায় দালালদের কথায় আস্থা রাখতে পারছেন না পরিবারের লোকজন। উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন তারা।
নিখোঁজ মতিন মিয়া (৩৫) সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত বাবরু মিয়ার ছেলে।
পরিবারের লোকজন জানান, গত বছরের ২৯ জুলাই দালালদের মাধ্যমে গ্রিসের উদ্দেশ্যে রওয়ানা হন মতিন মিয়া। দালালরা বিমানযোগে তুরস্ক হয়ে গ্রিসে পৌঁছে দেওয়ার কথা বলে শুরুতেই ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু তুরস্কে না নিয়ে প্রথমে তাকে দুবাই ও পরে ওমানে নিয়ে যাওয়া হয়। ওমান থেকে ইরান হয়ে গ্রিসে পাড়ি দেওয়ার সময় নিখোঁজ হন মতিন। গত আগস্টে মতিন সর্বশেষ পরিবারের সাথে যোগাযোগ করেন। এরপর থেকে তার আর কোন খোঁজ পাননি পরিবারের সদস্যরা। দালালরাও একেক সময় একেক কথা বলছেন। সর্বশেষ দালালরা জানায় মতিন মিয়া ইরানের জেলে বন্দি। তাকে ছাড়িয়ে আনার কথা বলে পরিবারের কাছ থেকে আরও সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় তারা।
মতিন মিয়ার বড় ভাই বাছিত মিয়া জানান, ওই দালাল চক্রের সদস্যের মধ্যে ছিল গোয়াইনঘাট উপজেলার সাহেদা বেগম, তার বোনপো সিলেট নগরীর মেজরটিলার রাসেল ও আব্দুল্লাহ এবং বিয়ানীবাজার উপজেলার ছরওয়ার হোসেন। নিখোঁজ মতিনের সন্ধান পেতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন