বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়া এবং বাংলাদেশে তিনজনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়ায় সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সভা, সমাবেশ ও সম্মেলন স্থগিত করছে। এর অংশ হিসেবে সিলেট জেলা জাতীয় পার্টির ১৪ মার্চের সম্মেলনও স্থগিত করা হয়েছে। পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে সম্মেলন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিলেট জেলা শাখার নেতারা।
বুধবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে সংবাদ সম্মেলন করে সম্মেলন স্থগিতের বিষয়টি জানান জাতীয় পার্টির সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান।
সংবাদ সম্মেলনে বলা হয়, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে পার্টি চেয়ারম্যান জি এম কাদের দলের সকল উপজেলা ও জেলা সম্মেলন স্থগিত করেছেন। তার নির্দেশে সিলেট জেলা জাতীয় পার্টিরও সম্মেলন স্থগিত করা হয়। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই পুণরায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে তৃণমূল জাতীয় পার্টির ব্যানারে সংবাদ সম্মেলনকারী পাল্টা কমিটির নেতাদের বহিস্কৃত ও অনুপ্রবেশকারী দাবি করে বলা হয়, এলডিপি ও কাজী জাফরের জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন এমন কতিপয় ব্যক্তি জাতীয় পার্টিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এদেরকে দল থেকে বহিস্কার করেছিলেন। তাদের সাথে জাতীয় পার্টির কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. উছমান আলী, সদস্য মো. আবদুল্লাহ সিদ্দিকী, মকসুদ ইবনে আজিজ লামা, শরফ উদ্দিন খসরু, সাইফুদ্দিন খালেদ, মাহবুবুর রহমান চৌধুরী, আবদুল মালেক খান, নাসির উদ্দিন হেলাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার