সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে তাকে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে এই নারী সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছিলেন। ৭০ বছর বয়সী ওই মহিলা সিলেটের মোগলাবাজার থানার ইসলামপুর এলাকার বাসিন্দা।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল আজ বুধবার জানান, ওই বৃদ্ধাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তার বিষয়টি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) জানানো হয়েছে।
জানা গেছে, কয়েকদিন আগে ওমরাহ শেষে সৌদি আরব থেকে ওই নারী দেশে ফিরেন। সর্দি, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে তিনি গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। অসুস্থতার লক্ষণ করোনা আক্রান্তদের সাথে মিল থাকায় তাকে কয়েকটি পরীক্ষা করানোর কথা বলেন চিকিৎসকরা। এরপর পরীক্ষা করিয়ে আনার কথা বলে ওই নারী হাসপাতাল থেকে উধাও হয়ে যান। পরে বিষয়টি জানানো হয় সিলেটের সিভিল সার্জনকে। হাসপাতালের রেজিস্ট্রারে থাকা ঠিকানা দেখে তিনি ওই নারীর বাড়িতে লোক পাঠিয়ে যোগাযোগ করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ