সিলেটে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী চার যুবককে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দুই হাজার পিস ইয়াবা, প্রাইভেট কার ও মাদক বিক্রির টাকা। বৃহস্পতিবার তাদেরকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে নগরীর উপশহর থেকে ১ জন ও কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকা থেকে ৩ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর উপশহর এ ব্লকের ৮ নং রোড থেকে ৯৪৫ পিস ইয়াবাসহ জালাল উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। সে জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের মঈন উদ্দিনের ছেলে। তার কাছ থেকে মাদক বিক্রির ৬৪ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়।
এদিকে, বুধবার সন্ধ্যায় কানাইঘাটের সড়কের বাজার এলাকা থেকে ৯৭০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল ও মাদক বিক্রির ১ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- কানাইঘাট উপজেলার ছোটফৌদ গ্রামের শাহীন আহমদ, এরালেগুল লোহাজুড়ির স্বপন আহমদ ও একই উপজেলার নক্তিপাড়ার নাহিদ আহমদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার