সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিখোঁজের চার দিন পর গ্রামের পাশের নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম যতিন্দ্র কুমার দাস (৫৫)। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা (দাসপাড়া) গ্রামের মৃত হরেন্দ্র কুমার দাসের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে পাশের নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে লাশটির হাত-পা বাঁধা অবস্থায় দেখা যায়।
বৃদ্ধের পরিবারের লোকজন জানান, গেল রবিবার রাত ১১টায় বাড়ি থেকে বের হন যতিন্দ্র কুমার দাস। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অকেন খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পাশের নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, লাশের ধরন দেখে প্রতিয়মান হচ্ছে , এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন