সিলেটে যেন করোনার ‘সেকেন্ডে ওয়েভ’র পদধ্বনি শোনা যাচ্ছে। গত কয়েক দিনে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দু'জন। আর এক সপ্তাহে মারা গেছেন ৬ জন। এর আগের পুরো এক সপ্তায় মারা যান মাত্র একজন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এই দু'জনকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৫০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮৭, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ৪ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৯২৪। এ মধ্যে সিলেট জেলায় ৮৬৬৯, সুনামগঞ্জে ২৪৮৪, হবিগঞ্জে ১৯২২ ও মৌলভীবাজার জেলায় ১৮৪৯ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩১ জন। তারা সবাই সিলেট জেলার ২৯ ও মৌলভীবাজার জেলার ২জন। এই ৩১ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৭১৭ জন। এর মধ্যে সিলেটে ৭৯৯৫, সুনামগঞ্জে ২৪২০, হবিগঞ্জে ১৫৭৯ ও মৌলভীবাজারে ১৭২৩ জন।
আজ সকাল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৪জন করোনা রোগী। অন্যান্য জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী নেই।
বিডি প্রতিদিন/আরাফাত