জ্বালানী তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে সমাবেশ করেছে জেলা বিএনপি।
শুক্রবার বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এমনিতেই মানুষের নুন আনতে পানতা ফুরায় অবস্থা। করোনা মহামারীর কারণে অনেক মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছে। প্রতিদিনই নিত্য পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। দেশের সর্বত্র এমন হাহাকারের মধ্যে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি করে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে নতুন সংকট তৈরী করেছে সরকার। দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারকে অবিলম্বে জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আহ্বায়ক কমিটির সদস্য মঈনুল হক চৌধুরী, আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম তারেক কালাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদসহ দলের নেতারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন