সিলেটের বিশ্বনাথ শিল্পকলা একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল কুমার পাল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেস ক্লাব (একাংশ) সদস্য অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ প্রেস ক্লাব (অপরাংশ) সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহসভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত চাষী জাবের আহমদ, বাতিঘরের সাবেক সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন