সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন শনিবার। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়স্থ ইউনাইটেড সেন্টারে। এবার নির্বাচনে ১৮টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। এর মধ্যে দুটি প্যানেলের প্রার্থী ৩৬ জন, বাকি ৪ জন স্বতন্ত্র।
সিলেট চেম্বার নির্বাচনে প্রতিবারের মতো এবারও ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘ব্যবসায়ী পরিষদ’র ব্যানারে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। চার শ্রেণিতে ২২টি পরিচালক পদে প্রার্থী হয়েছিলেন ৪৪ জন। এর মধ্যে ট্রেড শ্রেণিতে ৩ জন ও টাউন এসোসিয়েশন শ্রেণিতে ১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্ডিনারি শ্রেণিতে ১২ জন ও এসোসিয়েট শ্রেণিতে ৬ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে ২৮ জন ও ১২ জন প্রার্থী। অর্ডিনারি শ্রেণিতে ৪ জন স্বতন্ত্র প্রার্থী হলেও এসোসিয়েটে প্যানেলের বাইরে কেউ নির্বাচনে অংশ নেননি।
নির্বাচনে ভোটার রয়েছেন ২ হাজার ৬০০ জন। এর মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ভোটার ১ হাজার ৩৪৮ জন। আর অ্যাসোসিয়েট শ্রেণিতে ভোটার ১ হাজার ২৪২ জন।
বিডি প্রতিদিন/হিমেল