সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে যতদিন বেঁচে থাকব, ততদিন অবহেলিত মানুষের অধিকার আদায়ে লড়াই করে যাব। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় একদল মানুষ আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাতে আমি ভয় পাই না। দুর্নীতির কাছে মাথা নত করব না।’
বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয় হলরুমে আলহাজ্ব আবদুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট
আয়োজিত ও সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন ‘বাতিঘর’ পরিচালিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল হান্নানের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের কর্ণধার ও পৃষ্ঠপোষক, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবদুল বাছিত রফি, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেস ক্লাব একাংশের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) পার্থ সারথী দাশ পাপ্পু।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাতিঘর’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা।
এর আগে, ২০২০-২০২১ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচীর (টিআর) আওতায় খাজাঞ্চি একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ের সামনে কালভার্ট ও গার্ডওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোকাব্বির খান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন