কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে খাজাঞ্চী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরশ আলী গনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৭ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তালুকদার গিয়াস উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৮৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কয়েছ মিয়া ঘোড়া প্রতীকে ৩ হাজার ২২৮ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল বাছিত হাতপাখা মার্কায় পেয়েছেন ১২৩ ভোট।
অন্যদিকে লামাকাজি ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কবির হোসেন ধলা মিয়া। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৫৭ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়ছল আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬১১ ভোট। স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া তালুকদার আনারস প্রতীকে ১ হাজার ৮১৭ ভোট, আবেদুর রহমান অসকির ঘোড়া প্রতীকে ৭৫৯ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৮৬ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করে ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, কোনো ঝামেলা ছাড়াই বিশ্বনাথে এই প্রথম ইভিএম পদ্ধতিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি।
বিডি প্রতিদিন/ফারজানা