সিলেটে ফেনসিডিলসহ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির এক সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকালে বিমানবন্দর থানাধীন বড়শলা বাইপাস এলাকা থেকে ৭ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
তারা হলেন- কানাইঘাট উপজেলার নন্দিরাই গ্রামের মৃত আবদুল মালিকের ছেলে ও সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জি এম আব্বাস বাপ্পী (৩৪) ও হবিগঞ্জ সদরের দরিয়াপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫) বাবুল মিয়া যুবদল কর্মী বলে জানা গেছে।
তিনি সিলেট নগরীর গোয়াইপাড়ার মল্লিকা ৫২/১ নম্বর বাসায় বসবাস করেন। আর বাপ্পী নগরীর শাহপরান থানাধীন খিদিরপুর দত্তগ্রামে বসবাস করে আসছেন।
বিমানবন্দর থানার ওসি খান সুহাম্মদ মাইনুল জাকির জানান, প্রাইভেটকার তল্লাশি করে তাদের কাছ থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর