দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ২টায় নগরীর বন্দর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলরোডে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত তুহিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন এবং মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, মাসরুর রাসেল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আফসার শহীদ চৌধুরী সায়েম, ইমাদ আহমদ, জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধা ও গবেষণা সম্পাদক আজমল হোসেন অপু প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত