সিলেটে নিখোঁজের দু’দিন পর হাওরের মধ্যে একটি পুকুর থেকে পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি হাওর এলাকার একটি পুকুর থেকে ডালিম আহমদ (২২) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ডালিম আহমদ ঘাটেরচটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
জানা গেছে, গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন ডালিম আহমদ। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রবিবার জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ডালিমের বাবা বাচ্চু মিয়া। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ তদন্তে গেলে এলাকার লোকজন জানান, ঘাটেরচটি হাওরের তারেকের পুকুরে একটি লাশ ভেসে ওঠেছে। পরে লাশটি ডালিমের বলে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। লাশের পা বাঁধা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন এলাকার লোকজন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা ডালিকে কেউ হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন