মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের কুলাউরায় রেললাইন অবরোধ করেছেন লংলা ভ্যালির চা শ্রমিকরা। চা শ্রমিকদের অবরোধে আটকা পড়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আশা সিলেটগামী পাহাড়িকা এক্সেপ্রেস।
কুলাউড়া স্টেশন মাস্টার নিশ্চত করে বলেন, বিকেল ৪ টার দিকে ট্রেনটি চা শ্রমিকদের অবরোধে আটকা পড়ে।
বিডি প্রতিদিন/হিমেল