মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জপমালা রাণী মা মারীয়ার ৩৩ তম তীর্থোৎসব উদযাপিত হয়েছে।
২ দিনব্যাপী এই তীর্থোৎসবের আজ রবিবার ছিল শেষ দিনে হরিণছড়া চা বাগানের সেন্ট মেরিস চার্চে হাজার হাজার খিস্ট্র ধর্মালম্বীদের সমাগম ঘটে।
মহা খ্রিষ্টযুগ উৎসর্গ করেন সিলেট কাথলিক ধর্মপ্রদেশর দ্বায়িত্বরত বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। তাকে সহযোগীতা করেন শ্রীমঙ্গল কাথলিক মিশনের প্রধান ধর্মযাজক ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি, সহকারী যাজক ফাদার কেবিন কুবি সিএসসি, নটরডেম স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ফাদার মৃণাল ম্রং। এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় খ্রিষ্টযোগ, জপমালা প্রার্থনা ও মোমবাতি শোভাযাত্রার মধ্যদিয়ে তীর্থোৎসবের উদ্বোধন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন